বালিয়াডাঙ্গীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

জানে আলম শেখ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ৩০ সেপ্টেম্বর, ২০২০
“অামরা সবাই সোচ্চার,বিশ্ব হবে সমতার” এই স্লোগানে বালিয়াডাঙ্গীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর)দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র্যালী,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসের সভাপতিত্বে উপস্হিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবু বেলাল সিদ্দিক,উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন,বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা উপস্থিত ছিলেন।