পঞ্চগড় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানঃ

আজ ৬ অক্টোবর পঞ্চগড় পৌরসভাধীন খালপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুদর্শন কুমার রায় এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)সহ জেলা পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদি হাসান খান শাওন মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন মাদকসেবীকে ১৪ দিন বিনাশ্রম কারাদন্ড ও ২০০টাকা জরিমানা এবং ১ জনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।