ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁও শ্রী শ্রী কেন্দ্রীয় শ্মশান কালী মন্দিরে। বাৎসরিক শ্যামা মায়ের পূজা উপলক্ষে শুক্রবার বিকেলে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সিংয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্মশান কালী মাতা মন্দির এর সাধারণ সম্পাদক সুমন ঘোষ,ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদর থানা সভাপতি অশোক কুমার দাস,মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক কল্প বর্ধন ,অর্থ বিষয়ক সম্পাদক মানুষ রায়,প্রচার সম্পাদক জয় মহন্ত অলক,মন্দিরের পুরোহিত শিবু চক্রবর্তী ,সহ পৌরসভার বিভিন্ন দুর্গা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক গান ।
আলোচনা সভায় বক্তারা বলেন করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাৎসরিক দীপাবলি উৎসব ভালোভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।এছাড়াও মন্দিরের উন্নয়ন ও সংস্কার বিষয়ে আলোচনা করা হয়।